চমেক হাসপাতাল থেকে ‘দালাল’ আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আবদুল হালিমের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মাবুদ গফুর।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।
এমআর/জেডএস