৫ সদস্যের কারিগরি দল পাঠাতে চায় আইআরআই-এনডিআই

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়নে পাঁচ সদস্য বিশিষ্ট কারিগরি দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)।
সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আইআরআই এবং এনডিআই থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এনডিআই এবং আইআরআই নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে সহিংসতার পরিস্থিতি মূল্যায়ন বাস্তবায়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাতে চায়। এ কারিগরি বিশেষজ্ঞ দলে প্রযুক্তিগত মূল্যায়নের মধ্যে থাকবেন চারজন দীর্ঘমেয়াদি বিশ্লেষক এবং একজন সমন্বয়কারী। যারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ থাকবেন। আইআরআই এবং এনডিআই-এর সাপোর্ট স্টাফরা নির্বাচনের দিনকে কেন্দ্র করে বিশ্লেষকদের সঙ্গে দুই সপ্তাহ যুক্ত থাকবেন।
আরও পড়ুন
কারিগরি মূল্যায়নে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা এবং অনলাইন হয়রানি ও হুমকি। এ বিষয়গুলোর সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা অন্তর্ভুক্ত থাকবে।
চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের সহিংসতার সমাধান করা, মূল্যায়নের লক্ষ্য হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী সহিংসতার চালক ও প্রভাবের মূল্যায়ন করা এবং গঠনমূলক সুপারিশ প্রদান করা। একইসঙ্গে ভবিষ্যতে নির্বাচনের সময় নির্বাচনী সহিংসতা হ্রাস করা।
এনআই/এসকেডি