ঢাকায় বোমার মতো বস্তু দেখে একটি ভবন ঘিরে রেখেছে র্যাব
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে কারণে বাড়িটি ঘিরে রেখেছেন তারা।
বিজ্ঞাপন
সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে।
র্যাব জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে র্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে একটি ব্যাগের মধ্যে রাখা পাঁচটি বোমাসাদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।
বিজ্ঞাপন
এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে তারাও ঘটনাস্থলে পৌঁছে। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা গেছে। ঘটনাস্থল এখনো ঘিরে রাখা হয়েছে।
এআর/কেএ