নির্বাচন পর্যবেক্ষণে আসতে চায় আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে চায় আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স। সংগঠনটির পক্ষ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, সোমবার (১২ নভেম্বর) পর্যন্ত আরও যেসব দেশ ও সংস্থা আবেদন করেছে, তাদের মধ্যে আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, অস্ট্রেলিয়ান একজন নাগরিক এ ব্যাপারে তার নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন বলে জানায় ইসি।
এর আগে, গত ২২ অক্টোবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় ইসি। বিজ্ঞপ্তিতে আগামী ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়। এই বিজ্ঞপ্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে ইসি। বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে এটি পাঠানো হবে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসআর/কেএ