ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন কমিশনার

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-গ্রেড-৪) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১১ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
উল্লেখ্য, সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুব রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এই প্রজ্ঞাপনে ডিএমপি থেকে ১৭ জন পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি ও ২৩ জন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে উন্নীত হন।
জেইউ/এমএ