ওয়াটার এটিএম বুথ সার্ভিসের অনুপাত নির্ধারণে ঢাকা ওয়াসার কমিটি
ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে ওয়াটার এটিএম বুথের সার্ভিস ডেলিভারি আর্নিংস শেয়ারিং অনুপাত নির্ধারণের জন্য কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর।
এ বিষয়ে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, গঠিত এই কমিটি ওয়াটার এটিএম বুথ থেকে অর্জিত আয় ও ব্যয়গুলো পর্যালোচনা করবে। ইতোমধ্যে ড্রিংকওয়েল কর্তৃক সংঘটিত ব্যয়ের যৌক্তিকতা ও সঠিকতা যাচাই বাছাই করবে এই কমিটি।
আরও পড়ুন
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন উপ প্রধান অর্থ কর্মকর্তা তৌহিদুল ইসলাম। কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার উপ প্রধান নিরীক্ষা কর্মকর্তা রত্নদীপ বর্মন, নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাশ এবং অফিসার (ফিন্যান্স ও ভ্যাট, ট্যাক্স) বাবুল হোসেন।
এএসএস/এসএসএইচ