যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তিনি জানান, আজ ভোরে যাত্রাবাড়ীর চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অজ্ঞাতনামা কোনো গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা ওই যুবকের নামপরিচয় জানতে পারিনি। নিহত ওই যুবকের পরনে টিশার্ট ও কালো রঙের জিন্সের প্যান্ট ছিল। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এসএএ/এসএসএইচ