সীতাকুণ্ডে শিপইয়ার্ডে কাজ করার সময় ৩ জন দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চৌধুরী ঘাটা নামক স্থানে যমুনা শিপইয়ার্ডে কাজ করার সময় তিন জন আগুনে দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. জিহাদ (১৮), আব্দুস সামাদ (৪০) ও মোহাম্মদ পাইলট (২২)।
রোববার (১১ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে জিহাদের শরীরের ৩০ শতাংশ, আব্দুস সামাদের ২৫ শতাংশ ও মোহাম্মদ পাইলটের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, জিহাদ এবং আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, যমুনা শিপইয়ার্ডে কাটিংয়ের কাজ করছিলেন তারা। এসময় গ্যাসের পাইপ দিয়ে কাজ করার সময় তারা দগ্ধ হন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কেএম/জেডএস