বায়ুদূষণ স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ : পরিবেশমন্ত্রী
বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকির অন্যতম একটি কারণ হিসাবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সংসদের অধিবেশনে এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পরিবেশমন্ত্রী বলেন, দেশে পৌরবর্জ্য পোড়ানো, ইটভাটা সৃষ্ট দূষণ, অনিয়ন্ত্রিত নির্মাণ কার্যক্রম থেকে সৃষ্ট ধুলাবালি, যানবাহন থেকে সৃষ্ট কালো ধোঁয়া, শিল্পকারখানা সৃষ্ট দূষণ ইত্যাদি বায়ুদূষণের মূল কারণ হিসাবে চিহ্নিত। এছাড়াও আন্তঃসীমা দূষণ দেশের বায়ুদূষণের মাত্রাকে অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। তাই দূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির প্রচলন অত্যন্ত জরুরি।
সরকারদলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশ এবং বন আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ১৪.০১ শতাংশ। বন অধিদপ্তর কর্তৃক দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ধরনের বনায়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এসআর/জেডএস