নীলক্ষেতে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার
রাজধানীর নীলক্ষেত থানার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে চড়ে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এগুলো ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসে। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এগুলো কালো স্কচটেপে মোড়ানো। পরে নিউ মার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
উদ্ধার হওয়া বস্তুগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন অবরোধের শেষদিন চলছে বৃহস্পতিবার।
আরএইচটি/জেডএস