টেকনিক্যালে মিরপুরের আমিরসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক
রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় অবরোধের সমর্থনে নামা জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধ কর্মসূচি চলাকালে তাদের আটক করে দারুসসালাম থানা পুলিশ।
আটকরা হলেন, জামায়াতে ইসলামীর মিরপুর অঞ্চলের আমির আবদুল মান্নান ভুঁইয়া, কর্মী ইমাম হাসান, শাহাদাত হোসাইন ও আসলাম উদ্দিন, আরেকজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল টেকনিক্যাল মোড় এলাকায় একটি পেট্রোল পাম্পে নাশকতা হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে সারারাত সেখানে দারুস সালাম থানা পুলিশের একটি টিম অবস্থান করে।
সকালে অবরোধ কর্মসূচি শুরু পরপরই টেকনিক্যাল মোড়ে নাশকতার উদ্দেশ্যে ১০/১৫ জনের একটি দল টেকনিক্যাল এলাকায় জড়ো হলে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে আটক করে। তাদের মধ্যে মিরপুর অঞ্চলের জামায়াত আমির আব্দুল মান্নান ভুইয়াও রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জেইউ/এসএম