মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ইঞ্জিনিয়ারের মৃত্যু
রাজধানীর মহাখালী খাজা টাওয়ারের ১৩তলায় অগ্নিকাণ্ডে মো. রফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম বলেন, আমার বাবা খাজা টাওয়ারে ইন্টারনেট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। আগুন লাগার পর আমার বাবা ওখান থেকে বের হতে পারেননি। পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাসা মিরপুর-১ নম্বরের শাহ আলীবাগ সলিমুদ্দিন মার্কেট রোডে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মহাখালীর খাজা টাওয়ারে আটকে পড়া এক ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা হয়েছে।
এসএএ/কেএ