মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১২টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও সময় লাগবে।
এমএসি/কেএ