খাজা টাওয়ার পরিদর্শনে মেয়র আতিক ও ফায়ার ডিজি
রাজধানীর মহাখালীতে খাজা ভবনে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মেয়র আতিক ঘটনাস্থলে আসেন। তার আগেই অবস্থান করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
বিকেলে মহাখালী খাজা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ করছে। আগুনের সবশেষ অবস্থা দেখতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তার আগেই ঘটনাস্থলে অবস্থান করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
এসময় তারা ঘটনার বিস্তারিত জানতে চান। পরে উদ্ধার কাজে জড়িতদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা।
এমএসি/এমএ