সাড়ে ৩ ঘণ্টায়ও নেভেনি মহাখালীর আগুন, ভেতরে সার্চ টিম
সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি রাজধানীর মহাখালীর ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারের আগুন। শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। এছাড়া ভেতরে কেউ আটকা পড়েছে কি না তা দেখতে ভবনের বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেছে ফায়ারের ‘সার্চ টিম’।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এর আগে বিকেল ৫টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সবশেষ রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সোয়া ৮টার দিকে ভবনের ভেতরে প্রবেশ করেছে সার্চ টিম। সেই দলে ১৫ থেকে ২০ জনের মতো সদস্য রয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।
ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
এমএসি/এমজে