ইইউর সঙ্গে জ্বালানি খাতে ৪০০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি
নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপীয় ইনভেস্ট ব্যাংকের সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপিয়ান কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান কমিশন জানায়, আজ গ্লোবাল গেটওয়ে ফোরামে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইইউ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও বিকাশের জন্য একটি নতুন অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির সূচনা করেন।
এ উপলক্ষ্যে ইইউ, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) বাংলাদেশ সরকার তাদের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ পরিবর্তন এবং দেশটির জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করেছে।
এছাড়া আরও পাঁচটি খাত-শিক্ষা, শালীন কাজ (মানবাধিকার), সবুজ নির্মাণ, ই-গভর্নেন্স এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সহযোগিতা নিমিত্তে ৭০ মিলিয়ন ইউরোর সহযোগিতা ঘোষণা করা হয়েছে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইইউ এবং বাংলাদেশ ৫০ বছর ধরে বিশ্বস্ত অংশীদার। আমরা এখন এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। গ্লোবাল গেটওয়ের অধীনে সবুজ পরিবর্তনের সুযোগগুলোর মাধ্যমে। ইউরোপীয় কমিশন, ইআইবি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে সমর্থন করতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা করতে একসঙ্গে যুক্ত হলো। যে ৪০০ মিলিয়ন ইউরোর বিনিয়োগ স্বাক্ষরিত হলো, এটি বাংলাদেশের জনগণ এবং দেশটির অর্থনীতির জন্য পার্থক্য তৈরি করবে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আত্মবিশ্বাসী যে এ উদ্যোগ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। এছাড়া অবকাঠামোগত ঘাটতি পূরণ করতে, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আরও অনেক কিছুতে বিনিয়োগ করতে সক্ষম হবে। গ্লোবাল গেটওয়ে হলো বন্ধুত্ব, অংশীদারিত্ব, আস্থার পারস্পরিক নির্ভরতার একটি উদাহরণ।
এনআই/এসএম