তিন সংসদ সদস্যসহ ৮ জনের মৃত্যুতে সংসদের শোক
তিনজন সংসদ সদস্যসহ আটজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ। সংসদের ২৫তম অধিবেশনের শুরুতেই শোক প্রকাশ করেন স্পিকার।
রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ, কে, এম, শাহজাহান কামালকে হারিয়েছি। এছাড়া সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়াকে হারিয়েছি। সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সাত্তার ভূঞাকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকার আসাদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা পাখি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মাতা মহান মুক্তিযুদ্ধে পৃষ্ঠপোষকতাকারী আক্তার নেসা এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার (অব.) মো. হারুন-উর-রশীদের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এসআর/এমজে