২৮ অক্টোবরের সমাবেশ শান্তিপূর্ণ হবে, আশা মার্কিন রাষ্ট্রদূতের
আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
আরও পড়ুন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দুর্গাপূজা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তিনি (মার্কিন রাষ্ট্রদূত) জানতে চেয়েছেন- পূজা শান্তিপূর্ণভাবে হবে কি না, সবকিছু আমরা দেখাশোনা করছি কি না। আমরা তাদের জানিয়েছি প্রতিবছরই বাংলাদেশের পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গের পূজামণ্ডপের সংখ্যার সঙ্গে যদি তুলনা করা হয়, তবে দেখা যাবে আমাদের দেশে পূজামণ্ডপের সংখ্যা বেশি।
তাদের জানিয়েছি প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশের মানুষ ভায়োলেন্স পছন্দ করে না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, এই পূজায় কিছু হবে না বলেই আমরা বিশ্বাস করি। তারপরও যথেষ্ট সতর্ক অবস্থায় সবাই আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে রোহিঙ্গাদের নিতে চায়, এসবি ক্লিয়ারেন্সটা একটু দেরি হয়, সেই বিষয়ে তারা বলেছেন। আমরা তাদের নিশ্চিত করেছি, রোহিঙ্গা আমাদের মাথাব্যথা, তাদের যদি অন্য কোনো দেশে নিয়ে যায়, সেটাকে আমরা স্বাগত জানাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই ব্যবস্থা করব।
অর্থের বিনিময়ে মার্কিন রাষ্ট্রদূতকে আনসার গার্ড ব্যাটালিয়নের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মার্কিন রাষ্ট্রদূত বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এছাড়াও দুর্গাপূজার পর ২৮ অক্টোবর যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তা শান্তিপূর্ণ ও সহিংসতামুক্তভাবে পালিত হবে বলে আশা করছি।
পিটার হাস বলেন, দুর্গাপূজার পর ২৮ অক্টোবর যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করেছি। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সহিংসতামুক্তভাবে পালিত হবে বলে আশা করছি।
এর আগে দুপুর ২ টা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনায় বসেন মার্কিন রাষ্ট্রদূত।
এমএম/এসএইচআর/এমজে