চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা
বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে আন্তর্জাতিক শিক্ষামেলা আয়োজন করছে এইচঅ্যান্ডআই কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান।
আগামী ১৮ নভেম্বর নগরের হোটেল পেনিনসুলায় এ মেলা অনুষ্ঠিত হবে। যেখান থেকে শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার ভর্তি সংক্রান্ত তথ্য পাবেন।
শনিবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইচঅ্যান্ডআই কাউন্সিলের প্রতিষ্ঠাতা সানিউল ইসলাম জানান, গবেষণামুখী শিক্ষা, উন্নত জীবনযাপন ও চাকরিতে সুযোগ-সুবিধাসহ নানা কারণে শিক্ষার্থীরা এখন বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে। দিনে দিনে বিদেশে উচ্চশিক্ষার হার বেড়েই চলেছে। কিন্তু অনেকের বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ভর্তি কী কী লাগবে, কেমন খরচ হবে অথবা শিক্ষাবৃত্তির সুযোগ আছে কী না এসব বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই। এ কারণে এইচঅ্যান্ডআই কাউন্সিল চট্টগ্রামে আন্তর্জাতিক শিক্ষামেলার আয়োজন করছে।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে এইচঅ্যান্ডআই কাউন্সিলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মাসুদুর রহমান ও হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এমআর/এমএসএ