সাম্প্রদায়িকতা ঠেকাতে চাই সম্প্রীতির ঐক্য : চসিক মেয়র
সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সাম্যের বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (২০ অক্টোবর) কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চসিক পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মেয়র রেজাউল করিম বলেন, এ দেশের মুক্তিযুদ্ধে মুসলমানের ছেলে যেমন, রক্ত দিয়েছে, তেমনি রক্ত দিয়েছে হিন্দুর ছেলেরা। সব ধর্ম, বর্ণের মানুষের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। এ কারণে, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়তে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা। বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
চসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাস সুমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, রুমকি সেনগুপ্ত ও চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ রীপন কিশোর রায়।
পূজায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ। পূজা উপলক্ষ্যে ম্যাগাজিন 'প্রণাম' এর মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে৷
এমআর/এসকেডি