চট্টগ্রাম চিড়িয়াখানার জলহস্তী লালপাহাড় পেল জলপরী
চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে জলপরী নামে একটি স্ত্রী জলহস্তী। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রংপুর চিড়িয়াখানা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় জলহস্তীটিকে। এর মধ্য দিয়ে সঙ্গিনী পেল চিড়িয়াখানায় গত মাসে আনা পুরুষ জলহস্তী লালপাহাড়।
চিড়িয়াখানা কতৃপক্ষ জানায়, প্রাণী বিনিময়ের আওতায় এক জোড়া বাঘ দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে জলহস্তী আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর এক জোড়া বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানায় থেকে রংপুরে পৌঁছে দেওয়া হয়।
২১ সেপ্টেম্বর লালপাহাড় নামে ১২ বছর বয়সী পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছায়। আজ (মঙ্গলবার) আরেকটি জলহস্তী চট্টগ্রামে পৌঁছেছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, স্ত্রী জলহস্তীর বয়স ৯ বছর। এটির ওজন ৯০০ কেজি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা কমিটির সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামানের নির্দেশনায় প্রাণী বিনিময়ের আওতায় জোড়া বাঘ দিয়ে জোড়া জলহস্তী সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন
এমআর/এমএসএ