নেই সুয়ারেজ ব্যবস্থাপনা অথচ জমির দাম ম্যানহাটনের চেয়েও বেশি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা কিছুদিন আগে একটি সার্ভে করেছি। সেখানে দেখা গেছে বারিধারার মতো অভিজাত এলাকায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ বাড়িতে সুয়ারেজ ব্যবস্থাপনা নেই। অথচ বারিধারার জমির দাম নিউইয়র্কের ম্যানহাটন শহরের চেয়েও বেশি।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসার মধ্যে নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, গ্রামেও সোকওয়েল ব্যবহার করে প্রত্যেকে নিজস্বভাবে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক গুলশান বারিধারার মতো অভিজাত এলাকায় কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানালেও মাত্র চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করছে না। সুয়ারেজের ব্লাক ওয়াটারের সংযোগ সারফেস ড্রেনে দিয়ে রেখেছে। আমরা ইতোমধ্যে ডিএনসিসির অঞ্চল ৩ এ জরিপ করেছি। পর্যায়ক্রমে সব অঞ্চলে জরিপ করে এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরের মেয়র বলেন, ডিএনসিসি এবং ঢাকা ওয়াসার নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার এই উদ্যোগ দূষণমুক্ত শহর গড়তে সুফল বয়ে আনবে। তবে সবাই শুধু সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের বাড়িতে অল্প কিছু টাকা খরচ করে ট্রিটমেন্ট প্লান্ট করলে কিন্তু দূষণ রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।
এএসএস/এএএ