মেট্রোরেলে শনিবার যাত্রী সংখ্যা লাখ পার হয়
শনিবার ছুটির দিন হওয়ায় অনেকেই তাদের পরিবার-পরিজন নিয়ে মেট্রোরেল ভ্রমণে আসেন বলে জানিয়েছেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি জানান, এদিন যাত্রীর সংখ্যা বাড়ে, লাখ পার হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এমএএন ছিদ্দিক বলেন, চালু হওয়ার পর থেকে প্রতিনিয়তই মেট্রোরেলের জনপ্রিয় বেড়েছে। এখন প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়ে যায়। এখন গড়ে প্রায় ৯০ হাজারের ওপর লোক মেট্রোরেলে করে যাতায়াত করছেন। যা গত মাসে ছিলো ৮০ হাজার।
আরও পড়ুন
আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ একেবারে শেষের পর্যায়ে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, উদ্বোধনের পর এই অংশের প্রথমে তিনটি স্টেশন (ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল) চালু করা হবে। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছানোর বিষয়ে ছিদ্দিক বলেন, উদ্বোধনের নতুন তারিখ সম্পর্কে আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে জেনেছি আগামী ২৯ অক্টোবর এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএইচএন/জেডএস