ডিএমপি কমিশনারের সঙ্গে আনন্দে দিন কাটাল শিশুরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছে শিশুরা।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত ‘পুলিশ আমার বন্ধু’ শীর্ষক একটি অনুষ্ঠানে শিশুরা ডিএমপি কমিশনারকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায়। ডিএমপি প্রধান তাদের সব প্রশ্নের উত্তর দেন।
‘শিশুদের জন্য বিনিয়োগ, ভবিষ্যৎ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন ও চেয়ারম্যান লাকী ইনামসহ চার শতাধিক শিশু ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, যানজট ঢাকা মহানগরীর সবচেয়ে বড় সমস্যা। দুই কোটি জনসংখ্যার এই শহরের মানুষ সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
তিনি নগরবাসীকে সড়কে চলাচলের সময় ‘আমি যেন চলাচলের সময় সড়কে যানজটের কারণ না হই’, এ স্লোগান মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের খুব অল্প সময়ের মধ্যে সাংবাদিকদের অনুরোধে ৪৮ ঘণ্টার মধ্যে আমি ডিএমপি মিডিয়া সেন্টারের সংস্কারের ব্যবস্থা করেছি। এছাড়া খুব শিগগিরই একটি হটলাইন নম্বর ‘মেসেজ টু কমিশনার’ চালু হবে।’
ডিএমপি প্রধান বলেন, পুলিশ সম্পর্কে অনেকেরই নেতিবাচক ধারণা থাকলেও তারা কখনো পুলিশের সাহায্য চেয়ে যোগাযোগ করেননি। দেশ যেমন বদলাচ্ছে, পুলিশও বদলাচ্ছে, উন্নয়নের পথে এগিয়ে যেতে পুলিশ একধাপ এগিয়ে। পুলিশের সাফল্যে সবার সহযোগিতা প্রয়োজন।
সূত্র : বাসস
এসকেডি