কামরাঙ্গীরচরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, আটক ১
রাজধানীর কামরাঙ্গীরচরের বড় গ্রাম আচার ওয়ালাখাট এলাকায় মো. শহিদুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলমগীর হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল ইসলামের ছোট ভাই মো. মামুন বলেন, আমার ভাই পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো আজ সকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এলাকায় এলে পুরাতন মোবাইল ব্যবসায়ী মো. আলমগীর চাপাতি দিয়ে আমার ভাইয়ের ঘাড়ের বাম পাশে কুপিয়ে জখম করে। পরে আমার ভাই আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এরপর উপস্থিত জনতা আলমগীরকে ধরে পুলিশের হস্তান্তর করে। আমি খবর পেয়ে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।
তিনি জানান, কী কারণে তিনি আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছেন সে বিষয়টি জানা নেই। আমাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার ছোট কৃষ্ণপুর গ্রামে। আমার বাবার নাম আব্দুল আজিজ হাওলাদার। বর্তমানে পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকি।
জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ বলেন, এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানায় হেফাজতে আছে। কী কারণে শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ চলছে।
/এসএএ/এসএসএইচ/