সায়েদাবাদ পানি শোধনাগারের পরিকল্পনা প্রণয়নে ৪ সপ্তাহ সময়
সায়েদাবাদ পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পরিকল্পনা প্রণয়ন আগামী ৪ সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ঢাকা ওয়াসা। পাশাপাশি পরিকল্পনাটি প্রতিবেদন আকারে ব্যবস্থাপনা পরিচলাক বরাবর দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে নির্দেশনা এবং সায়েদাবাদ পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে একটি স্থায়ী পরিকল্পনা তৈরির জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করেছেন।
ওই আদেশে বলা হয়— ঢাকা ওয়াসার ৩০০তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী সায়েদাবাদ পানি শোধনাগার পরিচলানা ও রক্ষণাবেক্ষন জন্য একটি স্থায়ী পরিকল্পনার জন্য ৭ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়সার পানি ও পয়ঃশোধনাগার সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলীকে। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, সাদেয়াদাবাদ পানি পানি শোধনাগার প্রকল্পের (ফেস ৩) প্রকল্প পরিচালক, ঢাকা ওয়াসার সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ঢাকা ওয়াসার প্ল্যান্ট ম্যানেজার।
এএসএস/এনএফ