ঢাকা রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ৪৫ মিনিট যাবৎ ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা। অবশ্য এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে বলে দাবি করেছে স্টেশন কর্তৃপক্ষ।
রোববার (১ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুৎ বিভ্রাটের প্রথম ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে বিষয়টি স্বীকার করেছেন স্টেশন ব্যবস্থাপক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। পরবর্তী আধাঘণ্টায় ৪/৫ বার বিদ্যুৎ চলে যায়। এরপর সাড়ে নয়টায় পূর্ণাঙ্গভাবে আসে।
এরপর থেকে কাউন্টারে টিকিট কাটা সম্ভব হচ্ছে না। প্ল্যাটফর্মগুলোতেও পর্যাপ্ত বিদ্যুৎ নেই।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে কখনো বিদ্যুৎ যায় না। প্রথমবারের মতো এমন হয়েছে। বর্তমানে বিদ্যুৎ রয়েছে।
এমএইচএন/কেএ