নদ্দায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
রাজধানীর গুলশান থানার নদ্দা বাস স্ট্যান্ডে রাজধানী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহিদ হোসেন হৃদয় জানান, দুপুর সাড়ে ৩টার দিকে নদ্দা বাস স্ট্যান্ড এলাকার ওভার ব্রিজের নিচ দিয়ে অজ্ঞাত ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজধানী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারিধারার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালক এবং বাসটি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি