শ্রমিকদের মজুরি না বাড়ালে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি টিইউসির
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা এবং সোয়েটার, জ্যাকার্ডসহ সব গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। অক্টোবরের মধ্যে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া না হলে নভেম্বরে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, মালিকপক্ষ মজুরি বৃদ্ধির নামে শ্রমিকের প্রকৃত মজুরি কমিয়ে দেওয়ার চক্রান্ত করছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরিবর্তে নানান টালবাহানা করে চলেছে। অক্টোবর মাসের মধ্যে মজুরি বৃদ্ধি ও নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা না করা হলে নভেম্বরে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবে শ্রমিকরা।
তারা বলেন, দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে অভুক্ত রেখে তীব্র শোষণ-বঞ্চনার মধ্য দিয়ে উন্নয়নের গৌরব করা হচ্ছে। মানুষের খাদ্য, চিকিৎসা ও সন্তানের পড়ালেখার অধিকার বঞ্চিত শ্রমিকরা তাদের হক আদায় করতে সংগ্রামে নেমেছে।
গার্মেন্টস টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, ২০১৮ সালে সর্বশেষ ঘোষিত নিম্নতম মজুরি সেসময়ের প্রেক্ষাপটে শ্রমিকদের প্রয়োজন, বাজারদর ও দাবির সঙ্গে সামান্যও সামঞ্জস্যপূর্ণ ছিল না। গত কয়েক বছরে জিনিসপত্রের দাম ও, বাড়ি ভাড়া বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা চরম বেগতিক। এই অবস্থায় বিদ্যমান মজুরি দিয়ে দেশের ৭৮ ভাগ রপ্তানি আয় করা পোশাক শিল্পের শ্রমিকদের পক্ষে কোনোরকমে জীবনধারণ করাও সম্ভব হচ্ছে না।
সমাবেশে গার্মেন্টস টিইউসির সহ-সভাপতি জলি তালুকদার বলেন, মানুষের অধিকার ও বাঁচার মতো মজুরি দাবি করাই ন্যায়সংগত। যারা ফ্যাসিবাদী কায়দায় মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করার অপচেষ্টায় লিপ্ত, তারা স্বৈরাচারী শাসকের দোসর। অক্টোবরে ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা করা না হলে নভেম্বর মাসে সর্বাত্মক শ্রমিক ধর্মঘট করে দাবি আদায় করা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল রাজধানীর কদমফুল ফোয়ারা, তোপখানা রোড ও পল্টন মোড় হয়ে মুক্তিভবনে এসে শেষ হয়।
এমএইচএন/কেএ