শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী আজ

শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী বুধবার (২৭ সেপ্টেম্বর)। ১৯৮৪ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছিলেন।
বিজ্ঞাপন
এই উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ ময়েজউদ্দিনের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বিজ্ঞাপন
ময়েজউদ্দিনের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া দুপুরে গাজীপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিজ্ঞাপন
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢাকা ও গাজীপুরের সকল কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
জেডএস