রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর বিমানবন্দর রোডে লরির চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লরিচালক আলামিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা বলেন, সন্ধ্যার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ওই মোটরসাইকেল চালকের সামনে দিয়ে অন্য আরেকটি মোটরসাইকেল উল্টো দিক দিয়ে আসছিল। এসময় শাহাদাত নামে ওই মোটরসাইকেল চালক ব্রেক করলে পড়ে যান।
পরে পেছন থেকে আসা মেঘনা গ্রুপের একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ট-১১-০৩৫৬) ওই মোটরসাইকেল চালকের মাথার উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যান। পরে পালিয়ে যাওয়ার সময় ওই তেলবাহী লরিসহ চালককে আটক করে পুলিশ।
তিনি বলেন, শাহাদাতের বাসা বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায়। মরদেহটি বর্তমানে ঘটনাস্থলেই রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসএএ/কেএ