চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে ১ বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ৷ দাবি আদায় না হলে আগামীকাল থেকে আমরণ অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দেয় সংগঠনটি৷
রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা৷
কর্মসূচিতে তাদের অন্যান্য দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ, এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন করা এবং অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ( কমিউনিটি ক্লিনিক সহ সকল সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাসকৃত ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা (মিডিয়া) মো. মেহেদী হাসান বলেন, চার দফা দাবিতে গত চল্লিশ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি৷ দেশের বিভিন্ন জেলা ও হাসপাতালে আন্দোলন করেছি৷ কিন্তু কোনোভাবেই সমস্যার সুরাহা হচ্ছে না৷ এরই ধারাবাহিকতায় আমরা আগামীকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছি৷
এর আগে গত ১৬ আগস্ট চারদফা দাবিতে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি ম্যাটস্ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরিক্ষা বর্জন, ছাত্রধর্মঘট, সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসছে সংগঠনটি৷
উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস) শিক্ষার্থীরা। বর্তমানে ১৭টি সরকারি ও দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী রয়েছে।
এমএম/এমএসএ