চুরির দায়ে চাকরি গেল দক্ষিণ সিটির ৪ কর্মীর
সিটি কর্পোরেশনের শৃঙ্খলা ভঙ্গ ও নগর ভবনের সিঁড়ির অ্যাঙ্গেলসহ অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী চুরির দায়ে চাকরি হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪ পরিচ্ছন্নতা কর্মী।
শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ ৪ পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করেন।
সচিব আকরামুজ্জামান জানান, এ চার পরিচ্ছন্নতা কর্মীর ব্যাংক হিসেব বন্ধ করার জন্য ইতোমধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া তাদের নামে ডিএসসিসির কোন বাসা বরাদ্দ থাকলে তা উচ্ছেদ করে সম্পত্তি বিভাগ বুঝে নেবে।
জানা গেছে, চাকরিচ্যুত চার পরিচ্ছন্নতা কর্মীরা হলেন, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী রাজু দাস, নয়ন দাস, শংকর কোনা এবং আর এম রাজু।
এএসএস/এসকেডি