মামুনের বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষকে জানাবে পুলিশ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ছাত্রলীগ নেতাকে মারধর ইস্যুতে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে এডিসি হারুন অর রশিদ (সাময়িক বরখাস্ত) ও এডিসি সানজিদাকে আক্রমণ করে থাকেন এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এডিসি সানজিদা অভিযোগ করে বলছেন, তার স্বামী আজিজুল হক মামুন আগেই হারুনকে মারধর করেছেন, এ বিষয়ে হারুনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেন তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।
তিনি বলেন, বিষয়টা যদি তারা আমাদের অভিযোগ আকারে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি, প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত এ বিষয়টি উঠে আসলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।
এমএসি/এসকেডি