১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নির্মাণকাজের উদ্বোধন হচ্ছে না
রাজধানীর ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন-৫) নর্দার্ন রুটের নির্মাণকাজের উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ১৬ সেপ্টেম্বর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল না পাওয়ায় ওইদিন এটি উদ্বোধন করা হচ্ছে না।
রোববার (১০ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান এমআরটি-৫ (নর্দার্ন রুট) এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান।
প্রকল্প পরিচালক বলেন, ওইদিন (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধনের জন্য সময় দিতে পারবেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার পর প্রকল্পটি উদ্বোধনের জন্য নতুন করে সময়-সূচি ঠিক করে প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানানো হয়েছে।
সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) আর সাড়ে ৬ কিলোমিটার অংশ নির্মাণ করা হবে উড়ালপথে (এলিভেটেড)। ঢাকায় মেট্রোরেল নির্মাণের জন্য যে সময় ঠিক করে দিয়েছে সরকার, তাতে এই মেট্রোরেলের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালে। বাংলাদেশি মুদ্রায় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।
এর আগে গত ২০ আগস্ট সংবাদ সম্মেলন করে এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজ উদ্বোধনের কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
/এমএইচএন/এমএ