সায়েদাবাদ পানি শোধনাগার পরিচালনায় নতুন পরিকল্পনা
সায়েদাবাদ পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি স্থায়ী পরিকল্পনার উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এ লক্ষ্যে ঢাকা ওয়াসার ৩০০তম বোর্ড সভার সিদ্ধান্ত ১৩ (২) অনুসারে সায়েদাবাদ পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের একটি স্থায়ী পরিকল্পনা তৈরির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৮ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর সাত সদস্যের এ কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।
সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ২ এর বিদ্যমান অর্গানোগ্রাম পর্যালোচনা করবে এ কমিটি। এছাড়া সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ ইউনিটের বিদ্যমান অর্গানোগ্রাম ও জব ডেসক্রিপশন পূর্ণ-বিন্যাস করার কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। পাশাপাশি গঠিত কমিটিকে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ২ এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে স্থায়ী পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম পরবর্তী চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করে তা প্রতিবেদন আকারে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করতে হবে।
জানা গেছে, সাত সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে পানি ও পয়ঃশোধনাগার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। এছাড়া, কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা ওয়াসার সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ঢাকা ওয়াসার প্ল্যান্ট ম্যানেজার।
এএসএস/এফকে