জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা প্রেসিডেন্ট হোর্তার

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২৮ আগস্ট) পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় বাংলাদেশের প্রশংসা করেন হোর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন প্রেসিডেন্ট হোর্তার ব্যক্তিগত সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসা করেন। মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
প্রেসিডেন্ট হোর্তা ২০১৪ সালে বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা স্মরণ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে কিংবদন্তি প্রেসিডেন্ট হোর্তার সমর্থন চান। হোর্তা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ড. মোমেন তিমুরের প্রেসিডেন্ট হোর্তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’-এর একটি পর্বে বক্ততা করার অনুরোধ করেন।
এনআই/এসএসএইচ/