মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফের বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের হিসাব জমা না দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন। দুদকের অনুসন্ধানে পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধে। এ কারণে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার পরও তা জমা না দিলে মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন।
রোববার (৪ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দফতর বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, হানিফ মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬ ( ১ ) ধারার বিধান অনুসারে তার প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ অমান্য করে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ ( ২ ) ধারায় মামলাটি দায়ের করা হলো।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে হানিফ পরিবহনের অপর মালিক ও হানিফের বড় ভাই কফিল উদ্দিনকে গত ২৪ আগস্ট জিজ্ঞাসাবাদ করে দুদক। যদিও জিজ্ঞাসাবাদে হাজির হননি হানিফ এন্টারপ্রাইজের মালিক পলাতক হানিফ মিয়া ও তার স্ত্রী ইভা হানিফ।
আরএম/আরএইচ