চট্টগ্রামে নালায় তলিয়ে শিশু নিখোঁজ
চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ১৮ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার বাবার নাম সাদ্দাম হোসেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো শিশুটির খোঁজ মেলেনি।
এর আগে, ২০২১ সালের ৩০ জুন নগরের ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে দুজন নিহত হন। তারা হলেন- অটোরিকশাচালক সুলতান ও যাত্রী খালেদা আক্তার। এরপর একই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক ব্যবসায়ী। ঘটনার পর টানা কয়েকদিন অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পারায় একপর্যায়ে তৎপরতা বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। দুই বছর পেরিয়ে গেলেও তার মরদেহ পাওয়া যায়নি।
এছাড়া একই বছরের ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ এলাকায় ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া নালায় তলিয়ে যান। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নিখোঁজের দিন রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
এমআর/জেডএস