গণপরিবহনে ভাড়া ডাকাতির মহোৎসব চলছে: যাত্রী কল্যাণ সমিতি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নিদের্শনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বোঝাইসহ কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে করে করোনায় সংকটাপন্ন নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ সংগঠনটির।
রোববার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ জানান।
বিবৃতিতে তিনি বলেন, শনিবার 'লকডাউন' ঘোষণা আসার পর থেকে দেশে বাস-টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রী চাপ বাড়তে থাকে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি অনুসরন সাপেক্ষে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহন চালানোর সরকারি সিদ্ধান্ত উপেক্ষিত। দূরপাল্লার যাত্রাপথে অধিকাংশ গণপরিবহনে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রী সাধারণ অস্বাভাবিক ভাড়া ডাকাতির শিকার হচ্ছে। সরকার বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ালেও সিটি সার্ভিসের গণপরিবহন মালিকরা সরকারি তালিকার পরিবর্তে তাদের ওয়েবিল নির্ধারিত আগের ভাড়া ওপর ১০০ শতাংশ যোগ করে আদায় করছে। ফলে এ ভাড়া কোথাও কোথাও সরকার নির্ধারিত ভাড়ার ১৮০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
এদিকে লকডাউনের বিষয়টি উল্লেখ না করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পিএসডি/এসএম