সিটিটিসি প্রধানের সঙ্গে কী আলোচনা হলো পিটার হাসের?
জঙ্গিবাদ ও সাইবার হুমকি মোকাবিলায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিটিটিসি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমনে সিটিটিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পিটার হাস।
এর আগে তিনি সিটিটিসি ও এপিবিএন সদস্যদের নিয়ে কে-৯ ডগ-স্কোয়াড টিমের প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এ সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং সাইবার হুমকি মোকাবিলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া সিটিটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাষ্ট্রদূত আজ একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পরিদর্শন করেছেন। সিটিটিসি প্রধানের সঙ্গে বৈঠকে পিটার হাস সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নির্মূলে সিটিটিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাইবার অপরাধ ও সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ তথা সিটিটিসির সঙ্গে পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৃদ্ধিতে জোর দেন তিনি।
তবে এ বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনের সময় পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে সেসব বিষয় আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জেইউ/এসকেডি