চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ আগস্ট) কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল কাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদাল দক্ষিণ পাড়া এলাকায়। তার বাবার নাম শফি আহম্মদ।
র্যাব জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালে আসামি আব্দুল কাদেরের বড় ভাইয়ের শ্যালক খুন হন। এ ঘটনায় কাদেরসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে গ্রেপ্তার হয়ে কাদের ৬ বছর কারাগারে থেকে জামিন লাভ করেন। এরপর থেকে তিনি পলাতক হয়ে যান। তার অনুপস্থিতিতে মামলাটির বিচারিপ্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে নজরদারি পরিচালনা করা হচ্ছিল। একপর্যায়ে মঙ্গলবার কর্ণফুলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমএ