২৩৯ দিন পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ২৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৫টায় প্রথম ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।
>>২৩৯ দিন পর নারায়ণগঞ্জের পুরনো লাইনে ট্রেন, প্রকল্পে এখনও জটিলতা
৮ জোড়া ট্রেন চলাচলের সময় হচ্ছে— নারায়ণগঞ্জ কমিউটার-২ ঢাকা ছাড়ে ভোর ৫টায় ও নারায়ণগঞ্জ কমিউটার-১ নারায়ণগঞ্জ ছাড়ে ভোর ৬টা ৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৪ ঢাকা ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৩ নারায়ণগঞ্জ ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৬ ঢাকা ছাড়ে সকাল ৯টা ২০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৫ নারায়ণগঞ্জ ছাড়ে সকাল ১০টা ২৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৮ ঢাকা ছাড়ে বেলা ১১টা ৩০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৭ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১০ ঢাকা ছাড়ে দুপুর ১টা ৪০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৯ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১২ ঢাকা ছাড়ে বিকেল ৪টা ১০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১১ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ৫টা ১৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১৪ ঢাকা ছাড়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১৩ নারায়ণগঞ্জ ছাড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এবং সর্বশেষ নারায়ণগঞ্জ কমিউটার-১৬ ঢাকা ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১৫ নারায়ণগঞ্জ ছাড়ে রাতে ৯টা ৩৫ মিনিটে।
এই রুটে থাকা ২টি রেকের মধ্যে বর্তমানে একটি রেক দিয়ে এই ৮ জোড়া ট্রেন চালানো হচ্ছে।
/এমএইচএন/এমএ