সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৭৩ লাখ টাকার সম্পদের মামলা
৭৩ লাখ ১৮ হাজার ২৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সম্পদ বিবরণী নোটিশ জারির পরিপ্রেক্ষিতে দুদকে আয় ব্যয়ের হিসাব জমা দেন আসামি মিজানুর রহমান। সেখানে নিজ ও স্ত্রীর নামে ১৮ লাখ ৩৫ হাজার ১৩১ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেননি।
অনুসন্ধান করে দুদক জানতে পারে, অসাধু উপায়ে ও তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭৩ লাখ ১৮ হাজার ২৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। আসামির বিরুদ্ধে কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এসকেডি