রাজধানীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়াটারের একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত পুলিশ সদস্যের নাম মাজারুল ইসলাম রানা (২৬)। তিনি পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ঝুলন্ত অবস্থায় ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল গণি সাবু।
মো.শফিকুল গণি সাবু বলেন, আজ দুপুর পৌনে ২টার দিকে আমাদের কাছে খবর আসে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়াটারের একটি বাসায় একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসাটির কক্ষে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ রয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর বিষয়টি সিনিয়র অফিসার, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও গোয়েন্দা পুলিশকে জানানো হয়।
তিনি আরও বলেন, নিহতের মোবাইলে তার সহকর্মীদের ফোনকলের সূত্র ধরে জানা যায় তিনি এটিইউতে কর্মরত ছিলেন। পরবর্তীতে এটিইউয়ে সংবাদ দেওয়া হলে তারা এসে নিশ্চিত করেন তিনি এটিইউতে কর্মরত ছিলেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসি/এসএএ/এসকেডি