আবারও বসবে চেকপোস্ট, কঠোর হবে পুলিশ
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) বাংলাদেশে পুলিশের সব ইউনিটের সদস্যরা। মাঠে দাঁড়িয়ে হাসিমুখে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে তাদের।
এরমধ্যে গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সোমবার (২৯ মার্চ) নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এমন নির্দেশনার পর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আবারও মাঠে নামছে পুলিশ। করোনা ঠেকানোর পরিকল্পনায় বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীটি।
নির্দেশনা জারির পর পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারের দেওয়া নির্দেশনাগুলো জনসাধারণ ও সংশ্লিষ্টদের মেনে চলতে কর্ম-পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। এজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরিধান নিশ্চিত করবে পুলিশ।
এছাড়া বাস, ট্রেন ও লঞ্চগুলো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে পুলিশ। সরকারের নতুন নির্দেশনা বলবৎ থাকা অবস্থায় দেশের কোনো জায়গায় যেন কোনো ধরনের সভা-সমাবেশ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে অবশ্যই সচেষ্ট আছে। করোনা প্রতিরোধে ডিএমপি এখন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করছে। নতুন নির্দেশনা বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা ঠিক হচ্ছে।
ডিএমপির সহকারী কমিশনার সমমর্যাদার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, করোনা প্রাদুর্ভাবের বর্তমান চিত্র অত্যন্ত ভয়াবহ। অনেকে মাস্ক পড়ছেন না, সামাজিক দূরত্ব না মেনেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাই গত বছরের মতো আবারও কঠোর হবে পুলিশ।
তিনি জানান, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন, পর্যটন-বিনোদন কেন্দ্র, সিনেমা হল-থিয়েটার হলে জনসমাগম সীমিত করা, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করা, বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করার কাজে নিয়োজিত থাকবে পুলিশ।
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের নতুন নির্দেশনা পালন নিশ্চিত করতে পুলিশ থানা ভিত্তিকসহ প্রয়োজন ভেদে স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করবে বলেও জানা গেছে।
এদিকে ডিএমপি সূত্রে জানা যায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারের দেওয়া নতুন ১৮ নির্দেশনা বাস্তবায়নে ডিএমপির অপারেশন বিভাগ এরইমধ্যে মিটিংয়ে বসেছে। মিটিং শেষে নতুন দেওয়া ১৮ নির্দেশনা বাস্তবায়নের জন্য ডিএমপির সব থানাকে এক যোগে বার্তা দেওয়া হবে।
এমএসি/এআর/জেডএস