‘যাত্রীদের থেকে ডাবল ভাড়া নিতে কষ্ট হয়’
গাবতলী বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসের টিকিট বিক্রি করেন জাকির হোসেন। টিকিট বিক্রি করে তিনি কমিশন পান। এতেই তার সংসার চলে। গাবতলী টার্মিনাল এলাকায় জাকির হোসেনকে সবাই টিকিট মাস্টার নামেই চেনে।
কমিশনের বিনিময়ে টিকিট বিক্রি করলেও ঈদকে কেন্দ্র করে গণপরিবহনের ভাড়া বাড়ানোয় খুশি নন তিনিও। তার মতে, গরিব মানুষের কাছে ডাবল ভাড়ার টিকিট বিক্রি করতে তার নিজের খারাপ লাগে। তারপরও পেটের দায়ে বিক্রি করতে হয়।
মঙ্গলবার (২৬ জুন) সকালে গাবতলী বাস টার্মিনালে ঢাকা পোস্টের কাছে তার ক্ষোভের কথা তুলে ধরেন।
জাকির হোসেন বলেন, ঢাকা থেকে রংপুরের নন এসি নরমাল ভাড়া হচ্ছে ৭১০ টাকা। তবে ঈদের কারণে এখন নিচ্ছে ১৪০০ টাকা। অর্থাৎ ডাবল ভাড়া। গরিবের ওপর কেমনে জুলুম করবে মানুষ সেই ধান্দায় থাকে। এই দ্বিগুণ ভাড়ার কথা শুনে অনেক মানুষই ফিরে যাচ্ছে। বগুড়ার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। এমনি নরমাল ভাড়া ৫৫০ টাকা।
তিনি বলেন, পরিবহন মালিকরা সবাই এক হয়ে এই ভাড়া বাড়িয়েছে। টাকার প্রতি বেশি লোভ হওয়ার কারণে এই ভাড়া বাড়িয়েছে। আমার নিজের কাছেই খারাপ লাগে। গরিব মানুষের সঙ্গে জুলুম করা হচ্ছে।
এমএইচডি/এসএম