নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে আরও এক শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর আনন্দ নগর এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচ তলার মাচা ভেঙে নিচে পড়ে কামাল (২২) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা ৭টায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সকাল ১১টার দিকে বাড্ডা থানার আফতাব নগর এলাকায় মাচা বেঁধে কাজ করার সময় অসাবধানতাবশত চারজন নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মো রবিউল ইসলাম (৩০) ও মো. সুমন (৩০) নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এর ৬ ৭ ঘণ্টা পরে কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, কামালের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় এলাকায়। তিনি ওই ভবনেই থাকতেন।
বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আহত সাঈদ নামে আরও এক শ্রমিকের হাসপাতালে চিকিৎসা চলছে।
এসএএ/এসকেডি