কবে কোন দেশে উদযাপন হবে ঈদুল আজহা
রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেল সৌদি আরবের আকাশে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
সৌদির সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস এবং ২৮ জুন কোরবানির ঈদ উদযাপিত হবে।
এর আগে, রোববার সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানায়, চাঁদ দেখা না গেলেও পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে।
মালয়েশিয়ার মতো ব্রুনাইয়ের আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তারপরও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে বলে জানিয়েছে।
এছাড়াও ইন্দোনেশিয়া, জাপান ও সিঙ্গাপুরেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সেখানেও ২৯ জুন কোরবানির ঈদ পালন করা হবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে, তা জানা যাবে সোমবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে।
সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন বাংলাদেশে পবিত্র এই উৎসব পালন করা হয়।
এমএ