প্রতিবন্ধী নাগরিক সমাজের পদযাত্রায় পুলিশের বাধা
প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করাসহ ১১ দফা দাবিতে রাজপথে নেমেছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (১৫ জুন) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের উদ্দেশে একত্রিত হলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়।
আন্দোলনকারীরা বলেন, সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের আজকের কর্মসূচির জন্য আমরা শাহবাগে জমায়েত হয়েছি কিন্তু পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। আমাদের মাইক শাহবাগ থানায় নিয়ে গেছে। তবে আমাদের আজকের কর্মসূচি আমরা করবই।
তারা জানান, বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ৮৫০ টাকা, উচ্চ মূল্যস্ফীতির এ বাজারে যা খুবই অপ্রতুল এবং এটি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় খুবই কম। সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ প্রতিবন্ধী মানুষসহ সমাজের সব পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য বরাদ্দ না থাকা এবং তাদের চাওয়ার প্রতিফলন না ঘটায় এ বাজেট ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করছে।
সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ১১ দফা দাবিসমূহ-
১৷ ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম মাসিক ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করা হোক। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করা হোক।
২। প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন করা হোক।
৩। চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন করা হোক।
৪। অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা হোক।
৫। বাংলা ইশারা ভাষা ইন্সটিটিউট প্রণয়ন এবং বিদ্যালয়, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা হোক।
৬। শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা করা হোক।
৭। নিরন্ন, শ্রমজীবী- মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি, ১টি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা হোক।
৮। গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা হোক।
৯। প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হোক।
১০। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়সহ সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।
১১। মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট করা হোক।
এমএম/এফকে